Logo
×

Follow Us

বাংলাদেশ

করোনায় আরো ২০ জনের মৃত্যু, শনাক্ত ৭০২

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২১, ১৫:৪৮

 করোনায় আরো ২০ জনের মৃত্যু, শনাক্ত ৭০২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৯৪২ জনে। 

এ সময়ে ১৫ হাজার ৯৭টি নমুনা পরীক্ষা করে নতুন আরো ৭০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এরফলে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২৯ হাজার ৩১ জনে।

এছাড়া গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসা নিয়ে ৬৮২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ হওয়া রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৩ হাজার ৮৫৫ জন হয়েছে।

করোনা পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫