নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১ মার্চ ২০২১, ০৩:৫০ পিএম | আপডেট: ০১ মার্চ ২০২১, ০৫:৪৮ পিএম
দেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো আটজনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে করোনায় মোট আট হাজার ৪১৬ জনের মৃত্যু হলো।
এসময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ৫৮৫ জন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৬ হাজার ৮০১ জন হয়েছে।
এদিকে আজ নতুন রোগী শনাক্ত বেড়েছে। গতকাল রবিবার নতুন ৩৯৯ জন রোগী শনাক্ত হয়েছিল।
এছাড়া গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ৮৭৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছে। এতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৯৭ হাজার ৭৯৭ জন হয়েছে।
আজ সোমবার (১ মার্চ) বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদফতর এতথ্য জানিয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৮টি আরটি-পিসিআর ল্যাব, ২৯টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৬৯টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাৎ সর্বমোট ২১৬টি ল্যাবে ১৩ হাজার ৫৭০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪০ লাখ ৫৭ হাজার ৫৯৭টি নমুনা।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ৩১ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ০৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।
© 2021 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh