Logo
×

Follow Us

বাংলাদেশ

লাখের নিচেই রয়েছে টিকাগ্রহণ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২১, ১৯:৪৬

লাখের নিচেই রয়েছে টিকাগ্রহণ

সারাদেশে গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ৯৪ হাজার ৪৩৭ জন। এর মধ্যে পুরুষ ৫২ হাজার ৭০৯ জন এবং নারী ৪১ হাজার ৭২৮ জন। এদের মধ্যে তিনজনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

আর এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৪৫ লাখ ৮০ হাজার ৩৯১ জন। এদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৮৯৭ জনের। পাশাপাশি টিকার জন্য নিবন্ধন করেছেন ৫৮ লাখ ৭১ হাজার ৪৪২ জন।

মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অধিদফতর বলছে, গত ২৪ ঘণ্টায় যারা টিকা নিয়েছেন  তাদের মধ্যে ঢাকা বিভাগে ২৭ হাজার ৫৮৬ জন, ময়মনসিংহ বিভাগে ৬ হাজার ৯৩১ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ হাজার ৫৯ জন, রাজশাহী বিভাগে ১১ হাজার ৮১৪ জন, রংপুর বিভাগে ১৩ হাজার ৮৫১ জন, খুলনা বিভাগে ১১ হাজার ৩০৯ জন, বরিশাল বিভাগে ৪ হাজার ৩০৩ জন ও সিলেট বিভাগে ২ হাজার ৫৮৪ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুসারে, গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু করে। প্রথম দিন টিকা দেয়া হয় ২৬ জনকে। টিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিনে ২৮ জানুয়ারি রাজধানীর পাঁচ হাসপাতালে ৫৪১ ব্যক্তিকে টিকা দেয়া হয়। আর ৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকা কার্যক্রম শুরু হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫