Logo
×

Follow Us

বাংলাদেশ

করোনায় ৯ মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২১, ১৫:৩৪

করোনায় ৯ মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত

ছবি: স্টার মেইল

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়ালো। যা প্রায় নয়মাসের মধ্যে সর্বোচ্চ সংখ্যক।

এসময়ে নতুন করে ৩ হাজার ৫৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৫ লাখ ৭৭ হাজার ২৪১ জনের।  গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩.৬৯ শতাংশ। 

এর আগে গতবছরের ১৬ জুলাই এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়। সেদিন মোট ৩ হাজার ৭৩৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৭৩৮ জনে।

বাসা ও হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে গত একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৩৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ২৫ হাজার ৯৯৪ জন।

আজ মঙ্গলবার (২৩ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১২ জন পুরুষ ও ছয়জন নারী। এরমধ্যে হাসপাতালে ১৭ জন ও একজন বাড়িতে মারা গেছেন। বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৪ জন, চট্টগ্রামে তিনজন ও রংপুরে একজন রয়েছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে দুইজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন, ৬০ বছরের ওপরে ১০ জন রয়েছেন।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২১৯টি পরীক্ষাগারে ২৬ হাজার ৩৫৭টি নমুনা সংগ্রহ করা হয়। অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ২৫ হাজার ৯৫৪টি নমুনা। 

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩.৬৯ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১২ দশমিক ৯৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমকি ১২ শতাংশ।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। আর এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫