Logo
×

Follow Us

বাংলাদেশ

শবে বরাতের ছুটির তারিখ পরিবর্তন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২১, ১৭:২৬

শবে বরাতের ছুটির তারিখ পরিবর্তন

শবে বরাতের ছুটি একদিন পিছিয়ে ৩০ মার্চ পুনর্নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র শবে বরাত উপলক্ষে ছুটির নির্ধারিত তারিখ ২৯ মার্চের পরিবর্তে ৩০ মার্চ পুনর্নির্ধারণ করা হলো। 

যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন দ্বারা নিয়ন্ত্রিত হয় সেসব অফিস নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এই ছুটি নির্ধারণ করবে। যেসব অফিস সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক চাকরি হিসেবে ঘোষণা করা হয়েছে সেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের জন্য একই নিয়ম প্রযোজ্য।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫