Logo
×

Follow Us

বাংলাদেশ

ঢাকা-জলপাইগুড়ি মিতালী এক্সপ্রেস উদ্বোধন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২১, ২১:০৬

ঢাকা-জলপাইগুড়ি মিতালী এক্সপ্রেস উদ্বোধন

ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ভারতের নিউ জলপাইগুড়ি রুটে চলাচলের জন্য মিতালী এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেছেন দুই দেশের প্রধানমন্ত্রী।

শনিবার (২৭ মার্চ) সন্ধ্যায় গণভবন থেকে ভার্চুয়ালি এ ট্রেনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মিতালী এক্সপ্রেস ঢাকা ক্যান্টনমেন্ট থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশে সপ্তাহে দুদিন চলাচল করবে। ট্রেনটিতে ৮টি বগি ও ৪৫৬টি আসন রয়েছে। পুরো ট্রেনটি শীতাতপ নিয়ন্ত্রিত। এটি উত্তরবঙ্গের চিলাহাটিতে যাত্রা বিরতি করবে। ফলে উত্তরবঙ্গের যাত্রীরা সহজেই এটি ব্যবহার করতে পারবেন।

এর মাধ্যমে দুই দেশের মধ্যে যাত্রীবাহী তৃতীয় রেল সার্ভিস উদ্বোধন হলো। আগে থেকে মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস চালু আছে।

সপ্তাহের সোম ও বৃহস্পতিবার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে। রবি ও বুধবার নিউ জলপাইগুড়ি থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

শনিবার (২৭ মার্চ) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ৫টি সমঝোতা স্মারক সই হয়। এ সময় কয়েকটি প্রকল্প উদ্বোধন হয় এবং ১০৯টি অ্যাম্বুলেন্স ও ১২ লাখ করোনা টিকা হস্তান্তর হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫