Logo
×

Follow Us

বাংলাদেশ

ভ্যাকসিন পাসপোর্ট দেবে সরকার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২১, ১৯:২৫

ভ্যাকসিন পাসপোর্ট দেবে সরকার

করোনা টিকার দ্বিতীয় ডোজের পরে ভ্যাকসিন পাসপোর্ট দেয়া হবে বলে জানিয়েছেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনা টিকার দ্বিতীয় ডোজ নেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পলক বলেন, টিকার দ্বিতীয় ডোজ দেয়ার পরে ভ্যাকসিন সার্টিফিকেট অটোমেটিক জেনারেট হবে এবং আমরা একটি ভ্যাকসিন পাসপোর্ট দেয়ার জন্য ইতোমধ্যেই প্রযুক্তিগত প্রস্তুতি গ্রহণ করেছি।

টিকা নেয়ার পরে সবাইকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার আহ্বান জানিয়ে পলক বলেন, টিকা গ্রহণ করার সঙ্গে আমরা যেন স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলি। নিজেরা ছাড়াও পরিবার ও দেশকে নিরাপদ রাখার জন্য সবাই সহযোগিতা করি।

প্রতিমন্ত্রী বলেন, নিবন্ধনের জন্য প্রথম থেকেই আমাদের সুরক্ষা অ্যাপ সুন্দরভাবে, সঠিকভাবে কাজ করছে। কোনো ধরনের টেকনিক্যাল প্রবলেম হয়নি। প্রথম দিকে নিবন্ধনের জন্য তথ্যগত সমস্যার কারণে, অভিজ্ঞতার কারণে কিছুটা সমস্যা হয়েছে। তবে প্রথম ডোজ নেয়ার জন্য ৬৯ লাখ রেজিস্ট্রেশন হয়েছে। ৫২ লাখকে সেখান থেকেই ভ্যাকসিন প্রদান করা হয়েছে। এছাড়া আমাদের সব ধরনের প্রস্তুতিই আছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫