Logo
×

Follow Us

বাংলাদেশ

২৮ এপ্রিল পর্যন্ত বন্ধ ভারতীয় ভিসা সেন্টার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ১৮:২২

২৮ এপ্রিল পর্যন্ত বন্ধ ভারতীয় ভিসা সেন্টার

কঠোর বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধি করায় ভারতীয় ভিসা সেন্টারগুলোও দ্বিতীয় দফায় এক সপ্তাহের জন্য সব কার্যক্রম স্থগিত করেছে। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বাংলাদেশে অবস্থিত ভারতের সব ভিসা সেন্টারের কার্যক্রম স্থগিত থাকবে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানায় ঢাকার ইন্ডিয়ান হাইকমিশন। এতে বলা হয়, বাংলাদেশ সরকার কর্তৃক ২২ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধের সময় বর্ধিত করায় জরুরি ভিসা ব্যতীত বাংলাদেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম স্থগিত করা হয়েছে। যে কোনো জরুরি প্রয়োজনে অনুগ্রহ করে visahelp.dhaka@mea.gov.in ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করেছে হাইকমিশন।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল প্রথম দফায় বিধিনিষেধ জারি করার পর বাংলাদেশে অবস্থিত সব ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম স্থগিত করা হয়। 

ভারতীয় স্টেট ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশে ১৫টি ভিসা আবেদনপত্র কেন্দ্র (আইভ্যাক) আছে। সেগুলো ঢাকা (যমুনা ফিউচার পার্ক), যশোর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বগুড়া, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় অবস্থিত।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫