Logo
×

Follow Us

বাংলাদেশ

মে মাসে আসবে ফাইজারের ১ লাখ ডোজ টিকা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ২০:০১

মে মাসে আসবে ফাইজারের ১ লাখ ডোজ টিকা

আগামী মে মাসে কোভ্যাক্স থেকে ১ লাখ ডোজ ফাইজার ভ্যাকসিন দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক রোবেদ আমিন।

রবিবার (২৫ এপ্রিল) নিয়মিত ব্রিফিংয়ে রোবেদ আমিন বলেন, আমরা প্রথম ও দ্বিতীয় ডোজ হিসেবে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দিচ্ছি। সেরাম ইনস্টিটিউট থেকে আমাদের বেশকিছু ডোজ ভ্যাকসিন পাওয়া বাকি আছে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতর বেক্সিমকো ফার্মাসিটিক্যালসকে জানিয়েছে অন্তত ২০ লাখ ডোজ ভ্যাকসিন যেন তারা সেরমা থেকে পাওয়ার ব্যবস্থা করে। কারণ এ চুক্তি বাংলাদেশ, বেক্সিমকো ও সিরাম ইনস্টিটিউটের ত্রিপাক্ষিক চুক্তি।

তিনি বলেন, সম্প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে চীন সরকার বাংলাদেশকে ৬ লাখ ডোজ ভ্যাকসিন উপহার দেবে।

বাংলাদেশ গ্যাভি থেকে আরো ১০ কোটি ডোজ ভ্যাকসিন কেনার বিষয়ে আলোচনা শুরু করেছে বলেও জানান রোবেদ আমিন।

বিশ্বজুড়ে ন্যায্যতার ভিত্তিতে সুষ্ঠুভাবে টিকা সরবরাহের প্রতিশ্রুতি নিয়ে গঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস (গ্যাভি) এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের (সিইপিআই) নেতৃত্বাধীন জোটই কোভ্যাক্স।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫