Logo
×

Follow Us

বাংলাদেশ

পোশাক কারখানা খোলায় সংক্রমণ বাড়বে: স্বাস্থ্যমন্ত্রী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২১, ২১:০৪

পোশাক কারখানা খোলায় সংক্রমণ বাড়বে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, পোশাক কারখানা খুলে দেয়ায় সংক্রমণ বাড়বে। পোশাক শ্রমিকরা গাদাগাদি করে এসেছে। তিল ধারণের জায়গা ছিল না। এর মাধ্যমে সংক্রমণ বৃদ্ধি পাবে।

রবিবার (১ আগস্ট) মহাখালীর বিসিপিএস মিলনায়তনে ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ক্লাস উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।

জাহিদ মালেক বলেন, ‘আমরা সেটা স্বীকার করি আর না করি। স্বাস্থ্যবিধি ওখানে কোথাও মানা হয়নি। আমরা আশা করব এ ধরনের অবস্থা ভবিষ্যতে যেন না হয়’।

শিল্পকারখানা খোলায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে কর্মস্থলে ফেরা দক্ষিণবঙ্গের শ্রমজীবীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

আমাদের জীবন-জীবিকা অবশ্যই করতে হবে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, জীবনের জন্য জীবিকা দরকার আবার জীবিকার জন্য জীবনও তো থাকতে হবে। এই দুইটা ব্যালেন্স আমাদের করতে হয়। সরকারের সবদিকেই সে ব্যালেন্স করে চলতে হয়। কিন্তু ব্যালেন্স সবসময় রাখা যায় না।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫