Logo
×

Follow Us

বাংলাদেশ

আরও ২৬৬ ডেঙ্গু রোগী হাসপাতালে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২১, ১৯:৪০

আরও ২৬৬ ডেঙ্গু রোগী হাসপাতালে

ফাইল ছবি।

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত একদিনে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২৬৬ ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতেই ২২০ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ৪৬ জন।

মঙ্গলবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

অধিদফতরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২৬৬ জন। এর মধ্যে ঢাকাতেই ২২০ জন এবং ঢাকার বাইরে সারা দেশে রয়েছেন ৪৬ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ২০২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ১৫ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে মোট ১৮৭ জন রোগী ভর্তি রয়েছেন।

এ বছর ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ১০ হাজার ৩৫৬ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নয় হাজার ১১০ জন রোগী। এযাবৎ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৪২ জনের মৃত্যুর হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫