Logo
×

Follow Us

বাংলাদেশ

কুমিল্লাসহ ২২ জেলায় বিজিবি মোতায়েন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ১২:৫৯

কুমিল্লাসহ ২২ জেলায় বিজিবি মোতায়েন

বিজিবি সদস্য। ফাইল ছবি

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারে কুমিল্লাসহ দেশের ২২ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) কুমিল্লা, নরসিংদী মুন্সিগঞ্জ, সাভারসহ ২২ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস‌্যদের মোতায়েন করা হয়েছে। 

বিজিবি পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান গণমাধ্যমকে জানান, পূজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্যই বিজিবি মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসনের নির্দেশে জেলা প্রশাসনকে সহযোগিতা করতে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় বিজিবি টহল শুরু করেছে। নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে ঢাকা শহরেও এ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সারা দেশে প্রায় ৫ শতাধিক পূজামণ্ডপে পুলিশ, র‌্যাব ও সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ শুরু করে। বিজিবি এসব বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫