Logo
×

Follow Us

বাংলাদেশ

একদিনে পৌনে ১১ লাখ টিকা দেওয়া শেষ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২১, ২৩:২১

একদিনে পৌনে ১১ লাখ টিকা দেওয়া শেষ

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ লাখ ৭১ হাজার ৯৯৪ জন মানুষ করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন। তাদের মধ্যে টিকার প্রথম ডোজ নিয়েছেন ৭ লাখ ৯০ হাজার ৫৪৭ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ৮১ হাজার ৪৪৭ জন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় প্রথম ডোজ নেওয়াদের মধ্যে পুরুষ ৩ লাখ ৭০ হাজার ৫০৯ জন এবং নারী ৪ লাখ ২০ হাজার ৩৮ জন। দ্বিতীয় ডোজ নেওয়াদের মধ্যে পুরুষ ১ লাখ ৩৪ হাজার ৭৫৩ জন এবং নারী ১ লাখ ৪৬ হাজার ৬৯৪ জন।

এখন পর্যন্ত ৯ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার ১৫১ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫ কোটি ৭৯ লাখ ১৫ হাজার ৪৪৬টি এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ৫৯ লাখ ৭১ হাজার ৭০৫টি।

২৫ নভেম্বর পর্যন্ত মোট নিবন্ধনকারী ৬ কোটি ৯৯ লাখ ৪ হাজার ৪৮২ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৬ কোটি ৮৮ লাখ ৬৮ হাজার ৮৭১ জন এবং পাসপোর্টের মাধ্যমে ১ কোটি ৩৫ হাজার ৬১১ জন নিবন্ধন করেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫