Logo
×

Follow Us

বাংলাদেশ

ট্রেনে অর্ধেক ও প্রতি আসনে যাত্রী নিয়ে চলছে বাস

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২২, ১২:২৭

ট্রেনে অর্ধেক ও প্রতি আসনে যাত্রী নিয়ে চলছে বাস

অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করছে ট্রেন। ছবি : সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ফের বাড়তে থাকায় সরকারের নতুন বিধিনিষেধ মেনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করছে ট্রেন। আর বাস চলছে প্রতি আসনে যাত্রী নিয়ে।

আজ শনিবার (১৫ জানুয়ারি) থেকে নির্দেশনা কার্যকর হচ্ছে।  

এর আগে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী জানিয়েছিলেন, ট্রেনের ২৫ শতাংশ টিকেট মোবাইল অ্যাপ বা অনলাইনে এবং ২৫ শতাংশ টিকেট কাউন্টারে বিক্রি করা হবে। পাশাপাশি আন্তঃনগর ট্রেনের স্ট্যান্ডিং টিকেট ও স্টেশনের প্ল্যাটফরম টিকিট ইস্যু বন্ধ থাকবে। যাত্রীদের মাস্ক ছাড়া স্টেশনে প্রবেশের ক্ষেত্রে থাকবে কড়াকড়ি।

অপরদিকে বিধিনিষেধে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলার কথা থাকলেও বাসের ক্ষেত্রে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।  

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েতুল্লাহ বলেন, অফিস-আদালত, কল-কারখানা, স্কুল-কলেজ সব শতভাগ চালু রেখে পরিবহন সংকট যেন না হয় সেজন্য বিআরটিসি থেকে যত আসন তত যাত্রী নিয়ে বাস চলবে বলে জানানো হয়েছে। এক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে শতভাগ অনুসরণ করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫