নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২২, ১১:০৫ পিএম
আপডেট: ০৫ এপ্রিল ২০২২, ১১:০৫ পিএম
চিত্রনায়ক সোহেল চৌধুরীর হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে রাজধানীর গুলশান গ্রেপ্তার করেছে র্যাব।
আজ মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
তিনি বলেন, দীর্ঘ ২৪ বছর আগের চাঞ্চল্যকর ও বহুল আলোচিত জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার পলাতক ও চার্জশিটভুক্ত ১নং আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেপ্তারে গুলশানের একটি বাসা ঘিরে রাখে র্যাব। পরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয় : সোহেল চৌধুরী র্যাব অভিযান গ্রেপ্তার
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh