Logo
×

Follow Us

বাংলাদেশ

ঈদে পুরনো নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২২, ২০:০৫

ঈদে পুরনো নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

ফাইল ছবি

ঈদে যাত্রীদের বাড়ি যাওয়া ও বাড়ি থেকে আবার শহরে ফিরে আসা সুষ্ঠুভাবে নিশ্চিত করতে ব্যবস্থা নিচ্ছে সরকার। বিশেষ করে নৌযান মালিকরা যাতে পুরনো নৌপরিবহন না চালায় সে ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।  

আজ রবিবার (১০ এপ্রিল) সচিবালয়ে নৌ-মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ঈদুল ফিতর উপলক্ষে স্টিমার, লঞ্চসহ জলযানের সুষ্ঠু চলাচল, যাত্রীদের নিরাপত্তা নির্ধারণে ঈদ ব্যবস্থাপনা বৈঠক শেষে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

নৌ-প্রতিমন্ত্রী জানিয়েছেন, নির্ধারিত যে ভাড়া সেটাই যেন মালিকরা নেয়। বেশি যাত্রী যাতে না নেওয়া হয় সে ব্যাপারে তদারকি করবে নৌপরিবহন মন্ত্রণালয়। যারা এমনটা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫