নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ০৫:৫০ পিএম
আপডেট: ২৪ এপ্রিল ২০২২, ০৫:৫২ পিএম
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৮৮টি সোনার বার জব্দ করেছে শুল্ক বিভাগ। এসব সোনার বারের ওজন প্রায় ১০ দশমিক ২২ কেজি।
আজ রবিবার (২৪ এপ্রিল) বাংলাদেশ বিমানের শারজাহ ফেরত একটি ফ্লাইট থেকে সোনার বারগুলো আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এক খুদে বার্তায় সোনার বার আটকের বিষয়টি নিশ্চিত করেছে। শুল্ক বিভাগ বলছে, জব্দ করা এসব সোনার বারের মূল্য সাত কোটি টাকা।
ওই বার্তায় বলা হয়, এ বিষয়ে রাজধানীর কাকরাইলে বেলা সাড়ে তিনটার দিকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
বিষয় : বিমানবন্দর সোনার বার
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh