
জাতীয় ঈদগাহের প্রধান গেইট। ছবি: সংগৃহীত
দেশের প্রধান ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। আগামীকাল রবিবার (১০ জুলাই) সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিতব্য এ জামাতে ইমামতি করার কথা রয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিনের।
বিকল্প ইমাম হিসাবে থাকবেন জামেয়া আরাবিয়া মিরপুরের মুহতামিম মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন ক্বারী মাওলানা হাবিবুর রহমান মেশকাত উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, প্রধান ঈদ জামাতে প্রতি বছর রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নিয়ে থাকেন। এরইমধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জাতীয় ঈদগাহে ঈদের জামাতে নামাজ আদায় করবেন বলে সংস্থাটির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে।
এদিকে, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সবাইকে মাস্ক পড়ে ঈদের নামাজে আসার আহবান জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। শুক্রবার ঈদ উপলক্ষ্যে ঢাকাবাসীকে দেওয়া এক শুভেচ্ছ বার্তায় করোনা মহামারীর প্রকোপ বিবেচনায় জাতীয় ঈদগাহ ময়দানসহ ঈদের জামাতে অংশ নেওয়ার সময় সবাইকে মাস্ক পরিধানের আহবান জানান।
তবে বৃষ্টি বা বৈরি অবহাওয়া থাকলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আগামীকাল রবিবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত।