‘ডাকঘর ডিজিটাল করতে পারলে দুর্নীতি থাকবে না’

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২২, ১৮:৪৭

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। ছবি: মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের রাজৈর উপজেলার ডাকঘরের পুনর্নির্মাণ কাজ পরিদর্শন কালে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, চিঠি বন্ধ হয়েছে, কিন্তু পার্সেল বন্ধ হয় নাই, বরং পার্সেলের সংখ্যা বাড়ছে। এই পার্সেল পৌঁছে দেওয়া আমার ডাকঘরের কাজ। একইসাথে পার্সেল ট্রাকিংয়ের ব্যবস্থা করছি। মোবাইল দিয়ে লোকেশন ট্রাক করা যাবে। ডাকঘর ডিজিটাল করতে পারলে দুর্নীতি বা অন্যান্য একটা অভিযোগও থাকবে না। ডাকঘরে আমূল পরিবর্তন আনবো।
মন্ত্রী মোস্তাফা জব্বার আরো বলেন, বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ এখন ডাকঘর। কারণ বাংলাদেশে ডাকঘরের উপরে ৯ হাজারের বেশি কোনো প্রতিষ্ঠান নেই। এছাড়া আমার পিয়নরা দেশের প্রতিটি ঘর চেনে। এই নেটওয়ার্কটাই আমি কাজে লাগাচ্ছি। ইতোমধ্যে আমার একটা সার্ভে হচ্ছে। এরপর ডাকঘরের খোল পাল্টে একটা ডিজিটাল ডাকঘর তৈরি করবো।
আজ শনিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সালামী প্রদান অনুষ্ঠান শেষে এ ভবনটি পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা প্রশাসন ড. রহিমা খাতুন, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা পোস্ট মাস্টার শ্যামল কান্তি ঘোষ, রাজৈর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী, ইউএনও মো. আনিসুজ্জামান, ওসি আলমগীর হোসেন ও উপজেলা পোস্ট মাস্টার বিধান চন্দ্র প্রমুখ।