Logo
×

Follow Us

বাংলাদেশ

জাতীয় গ্রিডে ত্রুটি

দেশের এক-তৃতীয়াংশ এলাকায় বিদ্যুৎ বিপর্যয়

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫২

 দেশের এক-তৃতীয়াংশ এলাকায় বিদ্যুৎ বিপর্যয়

বিদ্যুৎ সঞ্চালন লাইন। ছবি: ফাইল।

জাতীয় গ্রিডের একটি সঞ্চালন লাইনে ত্রুটির কারণে রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগসহ দেশের এক-তৃতীয়াংশ এলাকায় বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে এক থেকে দেড় ঘণ্টা পর্যন্ত এসব এলাকা বিদ্যুৎহীন ছিল।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে সঞ্চালন লাইন ‘ট্রিপ করলে’ জটিলতা তৈরি হয়। এর ফলে বরিশাল, খুলনা ও রাজশাহী জোন এবং বৃহত্তর ফরিদপুর জেলা বিদ্যুৎহীন হয়ে যায়। পরে ধাপে ধাপে বিদ্যুৎ ফিরিয়ে এসেছে।

ঠিক কোথায় ত্রুটির কারণে এই সমস্যা হয়ছিল, তা খোঁজার চেষ্টা চলছে বলে জানিয়েছে পিজিসিবি।

এদিকে দুপুরের পরও অনেক এলাকা বিদ্যুৎহীন রয়েছে বলে অভিযোগ করেছেন গ্রাহকরা৷

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫