Logo
×

Follow Us

বাংলাদেশ

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পররাষ্ট্রমন্ত্রী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৭:১৭

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পররাষ্ট্রমন্ত্রী

হাসপাতালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি: সংগৃহীত।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে তিনি হাসপাতালে যান। এ সময় মন্ত্রীর সাথে তার স্ত্রীও ছিলেন।

বিএসএমএমইউ সূত্রে জানা যায়, পররাষ্ট্রমন্ত্রী সকাল সাড়ে নয়টার দিকে বিএসএমএমইউতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এসেছিলেন। এসময় হাসপাতালের কার্ডিওলজি বিভাগে তার ইকো ও ইসিজি করা হয়। পরীক্ষা শেষে তিনি বাসায় ফিরে যান।

এর আগে, গতকাল সোমবার (৫ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে চারদিনের সফরে নয়াদিল্লি যাওয়ার কথা ছিল ড. মো‌মেনের। তবে শারী‌রিক অসুস্থতার কার‌ণে শেষ মুহূর্তে তার যাত্রা বাতিল করা হয়। এ নিয়ে দেশজুড়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫