Logo
×

Follow Us

বাংলাদেশ

হিন্দু সম্প্রদায়ের সাথে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল মতবিনিময় বিকেলে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২২, ১২:৪৯

হিন্দু সম্প্রদায়ের সাথে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল মতবিনিময় বিকেলে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফাইল।

দুর্গাপূজা উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেল ৪টায় গণভবন থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অন্যদিকে ঢাকেশ্বরী মন্দিরের কেন্দ্রীয় পূজা মণ্ডপ থেকে মতবিনিময় সভায় যুক্ত হবেন হিন্দু সম্প্রদায়ের নেতারা।

সাধারণত প্রতিবছর দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারও তাদের সঙ্গে মতবিনিময় করবেন বঙ্গবন্ধুকন্যা।

জানা যায়, আগামীকাল দশমীর দিন বিজয়া ও বিসর্জনের আগে নানা আনুষ্ঠানিকতা থাকায় সনাতন ধর্মাবলম্বীদের বেশি ব্যস্ততা থাকে। তাই আজই এই শুভেচ্ছা ও মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের রাষ্ট্রীয় সফর শেষে গতকাল সোমবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে দেশে ফিরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫