Logo
×

Follow Us

বাংলাদেশ

জাতীয় গ্রিডে বিপর্যয়

দেশের অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২২, ১৬:৩৩

 দেশের অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন

বিদ্যুৎ উপকেন্দ্র। ছবি: ফাইল।

জাতীয় গ্রিডের পূর্বাঞ্চলীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ বিপর্যয় (ট্রিপ) দেখা দিয়েছে। ফলে আজ মঙ্গলবার (৪ অক্টোবর) বেলা ২টা ৫ মিনিটে একযোগে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট অঞ্চলের বিস্তৃত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।

পিজিসিবি জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণ জানাতে পারেনি৷ শেষ খবর পাওয়া পর্যন্ত ঘোড়াশাল, টঙ্গীসহ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র চালু হয়েছে৷ সীমিতভাবে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

পিজিসিবির বলছে, যথাসম্ভব দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। রাতের মধ্যে পরিস্থিতি পুরো স্বাভাবিক হতে পারে। 

বিতরণ কোম্পানিগুলো জানিয়েছে, বিকল্প উপায়ে তারা গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন- হাসপাতাল, সরকারি জরুরি সেবা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫