জাতীয় গ্রিডে বিপর্যয়: কারণ খুঁজে পায়নি তদন্ত কমিটি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২২, ১৯:২৬

পিজিসিবির তদন্ত কমিটির প্রধান ও পিজিসিবির নির্বাহী পরিচালক (পিঅ্যান্ডডি) ইয়াকুব এলাহী চৌধুরী। ছবি: প্রতিনিধি
জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণ এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছেন পিজিসিবির তদন্ত কমিটির প্রধান ও পিজিসিবির নির্বাহী পরিচালক (পিঅ্যান্ডডি) ইয়াকুব এলাহী চৌধুরী।
গতকাল মঙ্গলবার (৪ অক্টোবর) প্রত্যেকটি পাওয়ার প্লান্টেই কিছু না কিছু ঘটেছে বলে জানান তিনি।
আজ বুধবার (৫ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পিজিসিবির পাঁচ সদস্যের তদন্ত কমিটির নেতৃত্ব দিচ্ছেন ইয়াকুব এলাহী চৌধুরী।
তিনি বলেন, বিদ্যুৎ কেন্দ্রগুলো ঘুরে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করছি। এগুলো পর্যালোচনা করা হবে। এখনই গ্রিড বিপর্যয়ের কারণ সম্পর্কে স্পষ্ট কিছু বলা যাবে না। সব বিষয়ে তদন্ত চলছে।
এ সময় তার সঙ্গে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক এ এম এম সাজ্জাদুর রহমান উপস্থিত ছিলেন।