Logo
×

Follow Us

বাংলাদেশ

৩ বিমানবন্দরে বিমান চলাচল শুরু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ১৪:২০

৩ বিমানবন্দরে বিমান চলাচল শুরু

বিমান চলাচল শুরু। প্রতীকী ছবি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব কেটে যাওয়ায় দেশের তিন বিমানবন্দরে বিমান চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম; কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরের বিমান উড্ডয়ন কার্যক্রম মঙ্গলবার দুপুর ১২টা থেকে চালু করা হয়েছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান এই বিজ্ঞপ্তিতে সাক্ষর করেছেন।

এর আগে সিত্রাংয়ের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সোমবার (২৪ অক্টোবর) বিকেল থেকেই দেশের ৩ বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫