Logo
×

Follow Us

বাংলাদেশ

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২২, ১৮:৫৩

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি

সোহরাওয়ার্দী উদ্যান। ছবি: সংগৃহীত

আগামী ১০ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে বিভাগীয় গণসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। কিন্তু শুরু থেকেই সরকার ভিন্ন কোনো স্থানে সমাবেশের অনুমতি দেওয়ার ইঙ্গিত দেয়। অবশেষে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য অনুমতি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাজধানীর সদরঘাটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির পক্ষ থেকে ১০ ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশের অনুমতি চাওয়া হয়েছে। তবে নয়াপল্টনে সমাবেশ করার সুযোগ নেই। শর্তসাপেক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি পাবে।

তিনি জানান, সমাবেশ করতে হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে বিএনপিকে শর্ত মেনে চলতে হবে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপি মনে হয় ১০ ডিসেম্বর মহাপ্রলয় ঘটিয়ে দেবে। কিন্ত প্রধানমন্ত্রী এসব ভয় পান না। আমরা জনগণের ভোটেই ক্ষমতায় এসেছি, জনগণের ভোটেই ক্ষমতায় থাকব।

এর আগে, গত ১৫ নভেম্বর ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের কার্যালয়ে গিয়ে ১০ ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি চায় বিএনপির একটি প্রতিনিধিদল।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫