Logo
×

Follow Us

বাংলাদেশ

মৃত্যুশূন্য দিনে করোনা শনাক্ত আরো ১০

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩, ২১:১৫

মৃত্যুশূন্য দিনে করোনা শনাক্ত আরো ১০

কোভিড-১৯ টেস্টের জন্য নমুনা গ্রহণ করছেন এক চিকিৎসক। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন আরো ১০ জন। একইসময়ে করোনায় কারো মৃত্যু হয়নি। 

আজ শনিবার (১৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ পর্যন্ত করোনায় আক্রান্ত শনাক্ত মোট রোগীর সংখ্যা ২০ লাখ ৩৭ হাজার ৩৫৬ এবং করোনায় প্রাণ হারিয়েছেন ২৯ হাজার ৪৪১ জন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৯ হাজার ৪০৫ জন।

গত ২৪ ঘণ্টায় দুই হাজার একটি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় দুই হাজার ১২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪০ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিন জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫