দেশে ডেঙ্গুর প্রকোপ কমেছে, ১৫ দিনে আক্রান্ত ৫৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ১২:২৬

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগী। ফাইল ছবি
চলতি বছরের শুরু থেকেই কমতে শুরু করেছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে জানুয়ারি মাসের প্রথম ১৫ দিনের ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫৯ জন। এছাড়া এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জনের।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪৭ জন এবং অন্যান্য বিভাগে ৬৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ৪১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৯৬ জন এবং ঢাকার বাইরে ২১৬ জন চিকিৎসা নেন।
অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২৯৭ জন। এর মধ্যে ঢাকায় ১৪৯ ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১৪৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।