মেট্টোরেলের পর এবার পাতাল রেলের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। চলতি মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাতাল রেলের নির্মাণ কাজ উদ্বোধন করবেন।
২৬.৬ কিলোমিটার রেলপথটি ১৬.৪ কি. পাতাল এবং ১০.২ কি. উড়াল অংশ ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি নির্মাণ করবে। পথটি কমলাপুর থেকে এয়ারপোর্টের তৃতীয় টার্মিনাল পর্যন্ত নির্মাণ করা হবে।
ডিএমসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক গণমাধ্যমকে জানায়, মেট্রোরেল প্রকল্প পাতাল পথ তৈরির জন্য ৪ টি পয়েন্টে সুড়ঙ্গ করা হবে। এরপর বোরিং মেশিন প্রবেশ করানোর মাধ্যমে দ্রুত কাজ সম্পন্ন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্মাণ কাজ উদ্বোধন করবেন। এ বিষয়ে সড়ক ও মহাসড়ক বিভাগে একটি পত্র পাঠানো হয়েছে।
পরিকল্পনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের মধ্যে এমআরটি লাইন ওয়ানের কাজ শেষ করা হবে বলে তিনি জানান।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh