সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১২ জন। তাদের মধ্যে ঢাকায় পাঁচজন ও ঢাকার বাইরে সাতজন ভর্তি রয়েছেন। একই সময়ে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৯৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকার ৫৩টি সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪৩ জন এবং অন্যান্য বিভাগে ৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
জানা গেছে, চলতি বছর ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ৪২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২০১ জন এবং ঢাকার বাইরে ২২৩ জন চিকিৎসা নেন।
অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩২৮ জন। এর মধ্যে ঢাকায় ১৫৮ ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১৭০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ডেঙ্গু মৃত্যু হাসপাতাল স্বাস্থ্য অধিদপ্তর
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh