Logo
×

Follow Us

বাংলাদেশ

‘দেশের স্বাক্ষরতার হার ৭৫.৬ শতাংশ’

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩, ২১:৩৭

‘দেশের স্বাক্ষরতার হার ৭৫.৬ শতাংশ’

অক্ষরজ্ঞান রপ্ত করছেন দুই গ্রামীণ নারী। ছবি: সংগৃহীত

দেশের স্বাক্ষরতার হার ৭৫ দশমিক ৬ শতাংশ বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সরকার দলীয় সংসদ সদস্য দিদারুল আলমের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

এসময় গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক ২০২০’ অনুযায়ী দেশে ১৫ বছরের বেশি বয়সীদের মধ্যে স্বাক্ষরতার হার ৭৫ দশমিক ৬ শতাংশ এবং নিরক্ষরতার হার ২৪ দশমিক ৪ শতাংশ।

এদিকে সংরক্ষিত নারী আসনের সদস্য বেগম শামসুন নাহারের প্রশ্নের জবাবে তিনি আরো জানান, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৫টি। আর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৫৩ হাজার ৩১২টি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫