নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩, ০৯:৫২ পিএম
আপডেট: ১৯ জানুয়ারি ২০২৩, ০৯:৫৪ পিএম
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সরকার শক্তিশালী অংশীদারিত্ব ও সহযোগিতার ওপর জোর দিয়েছেন। ২০৩৫ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার জন্য সঠিক পথে এগোচ্ছে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ঢাকার একটি হোটেলে এক সভায় তিনি এসব কথা বলেন। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) এর আয়োজন করে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের একটি আন্তর্জাতিক ব্যবসা ও উৎপাদন কেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সময় এসেছে আমরা এমন ন্যারেটিভ তৈরি শুরু করার, যা বাংলাদেশের প্ল্যাটফর্মগুলোকে উদ্ভাবন ও উদ্যোক্তার জন্য বৈশ্বিক ইনকিউবেটর হিসেবে কাজ করবে।
তিনি বলেন, বাংলাদেশকে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে এবং এর জন্য শক্তিশালী অংশীদারিত্ব ও সহযোগিতা গুরুত্বপূর্ণ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আরো বক্তব্য রাখেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।
দেশে এই শীর্ষ বাণিজ্য সংস্থার প্রতিষ্ঠার ৫০ বছর উদযাপন করতে ১১-১৩ মার্চ পর্যন্ত ‘বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩’ আয়োজন করবে বলে জানায় এফবিসিসিআই।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : অর্থনীতি বাংলাদেশ ড. এ কে আব্দুল মোমেন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh