Logo
×

Follow Us

বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সিগনালের অপেক্ষায় ফাইভ-জি’র বাণিজ্যিক যাত্রা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩, ২০:০৭

প্রধানমন্ত্রীর সিগনালের অপেক্ষায় ফাইভ-জি’র বাণিজ্যিক যাত্রা

নেটওয়ার্ক ওয়ার্ল্ড। ফাইল ছবি

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগনাল পেলেই দেশে ফাইভ-জির বাণিজ্যিক যাত্রা শুরু হবে।

আজ বুধবার (২৫ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২৩ আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এসময় মোস্তাফা জব্বার বলেন, মোবাইল অপারেটরগুলো তরঙ্গ কিনেও সময়মতো নেটওয়ার্কে সংযুক্ত করছে না। পর্যাপ্ত টাওয়ারে ফাইবার সংযোগ নেই। যে কারণে নামমাত্র ফোর-জি সেবা দিচ্ছে মোবাইল অপারেটরগুলো। শাটডাউন ছাড়া মোবাইল অপারেটরগুলোর বিরুদ্ধে সব ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, শিল্পখাতে ফাইভ-জির ব্যবহার নিশ্চিত করতে অর্থনৈতিক অঞ্চলগুলোতে ফাইভ-জির প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত করা হয়েছে।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫