নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩, ০৮:০৭ পিএম
আপডেট: ২৫ জানুয়ারি ২০২৩, ০৮:০৭ পিএম
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগনাল পেলেই দেশে ফাইভ-জির বাণিজ্যিক যাত্রা শুরু হবে।
আজ বুধবার (২৫ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২৩ আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এসময় মোস্তাফা জব্বার বলেন, মোবাইল অপারেটরগুলো তরঙ্গ কিনেও সময়মতো নেটওয়ার্কে সংযুক্ত করছে না। পর্যাপ্ত টাওয়ারে ফাইবার সংযোগ নেই। যে কারণে নামমাত্র ফোর-জি সেবা দিচ্ছে মোবাইল অপারেটরগুলো। শাটডাউন ছাড়া মোবাইল অপারেটরগুলোর বিরুদ্ধে সব ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, শিল্পখাতে ফাইভ-জির ব্যবহার নিশ্চিত করতে অর্থনৈতিক অঞ্চলগুলোতে ফাইভ-জির প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত করা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ফাইভ-জি মোস্তাফা জব্বার শেখ হাসিনা
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh