যুক্তরাষ্ট্রে দুই দফা বন্দুক হামলা, নিহত তিন

যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে দুই দফা বন্দুক হামলার ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে এমন তথ্য উঠে এসেছে।

গতকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে ইস্ট ল্যান্সিং শহরের মূল ক্যাম্পাসে হামলায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে মিশিগান পুলিশ।

পুলিশ বলছে, সন্দেহভাজন হামলাকারী পলাতক রয়েছে। গড়নে ছোটখাটো ওই ব্যক্তি একজন কালো পুরুষ। সে মাস্ক পরা ছিলেন বলে বর্ণনা করা হয়েছে। সন্দেহভাজন বন্দুকধারীর একাধিক ছবি প্রকাশ করেছে পুলিশ। ছবিতে দেখা যায়, তার পায়ে লাল রঙের কেডস। গায়ে জিনসের জ্যাকেট। মাথায় বেসবল ক্যাপ।

পুলিশ জানায়, প্রথম বন্দুক হামলা হয় সোমবার রাত সাড়ে ৮ টায়। এর ঠিক ১ ঘণ্টা পর আরেক দফা গুলির শব্দ শোনা যায়। হামলার কারণ জানতে চলছে তদন্ত।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //