নির্বাচন অংশগ্রহণমূলক না হলে পর্যবেক্ষক পাঠাবে না ইইউ

দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক না হবার অভিযোগ তুলে পর্যবেক্ষক পাঠায়নি ইউরোপীয় ইউনিয়ন। তবে আসছে নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় ২৭ দেশের এই জোট। তবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যদি অংশগ্রহণমূলক না হয় তাহলে পর্যবেক্ষক দল পাঠাবে না ইইউ।

গত ১৬ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনকে সেই ইচ্ছার কথা চিঠি লিখে জানিয়েছে ইইউ।

ওই দিনই ঢাকার ইইউ প্রধানসহ জোটের অন্যান্য রাষ্ট্রদূতরা বৈঠক করে আওয়ামী লীগের সাথে। 

এর আগে জানুয়ারিতে নির্বাচন কমিশনের সাথে বৈঠকে, নির্বাচনী পর্যবেক্ষক ও কারিগরি সহযোগিতার কথা জানায় ইইউ। আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক, এটাই চান তারা। 

সেই ধারাবাহিকতায় এবার বিএনপির সাথে বৈঠক করেছে ইইউ। গতকাল রবিবার (১২ মার্চ) ইইউ ডেলিগেশনের প্রধানের বাসায় হওয়া বৈঠকে উপস্থিত ছিলেন, জোটের অন্যান্য রাষ্ট্রদূত। যেখানে নির্বাচন নিয়ে নিজেদের অবস্থানের কথা তুলেন ধরেন ইইউ প্রধান চার্লস হোয়াইটলি।

তিনি জানান, আসন্ন জাতী সংসদ নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাতে প্রস্তুত। বিএনপিকে বলেছি, ইইউ-এর হাই-রিপ্রেজেন্টিভ জানিয়েছেন, বাংলাদেশ এক্ষেত্রে অগ্রাধিকার পাবে। আর এটা তখনই হবে যখন নির্বাচনটি অংশগ্রহণমূলক হবে এবং বিএনপির অংশগ্রহণ নিশ্চিত হবে। আর বিএনপির অবস্থান পরিষ্কার করেছে যা সবারই জানা, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় দলটি। আমরা তাদের দাবিগুলো শুনেছি।

চার্লস জানান, আগামীতে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথেও বৈঠক হবার কথা রয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //