মাত্র তিন বছরে বিভিন্ন মানুষের বিশেষ করে প্রবাসীদের ইমো আইডি হ্যাক করে তাদের আত্মীয় স্বজনদের থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্র। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. শিপন আহম্মেদ ওরফে আরিফ (২৫), মজিবুল ইসলাম ওরফে নজিবুল (২৩) ও মো. রাসেল আহম্মেদ (২২)।
আজ রবিবার (৯ এপ্রিল) ডিবির অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) মো. সাইফুর রহমান আজাদ গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
এর আগে, গত শুক্রবার রাতে রাজশাহীর বাঘা থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ।
ডিবি জানায়, চক্রটি গত তিন বছরে বিভিন্ন মানুষের বিশেষ করে প্রবাসীদের ইমো আইডি হ্যাক করে তার আত্মীয় স্বজনদের থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
ডিবির উপ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসাইন জানান, রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন (৫১) দেখতে পান তার ইমো আইডি হ্যাক করে তার পরিচিত জনের কাছে আর্জেন্ট টাকা লাগবে বলে বার্তা দিচ্ছে। সঙ্গে দুটি বিকাশ নম্বরও দেওয়া হচ্ছে। তার পরিচিতজন অনেকে টাকা দিতে থাকে।
এ ঘটনায় নাসির উদ্দিন ডিএমপির রমনা মডেল থানায় গত ৬ এপ্রিল ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। সেই মামলার তদন্ত করতে গিয়ে এ চক্রের সন্ধান পাওয়া যায়।
তিনি বলেন, ইমো প্রতারক চক্রের মূল শিপন আহম্মেদ ওরফে আরিফ। সে প্রধানত সৌদি আরব ও কুয়েতে অবস্থানরত প্রবাসীদের টার্গেট করত।
প্রবাসীদের ইমো হ্যাক করে, তাদের দেশে এবং বিদেশে অবস্থানরত নিকট আত্মীয় ও বন্ধু বান্ধবদের থেকে বিভিন্ন রকম সাহায্যের ম্যাসেজ দিয়ে টাকা আদায় করতো। চক্রটি ২০২১ সাল থেকে ইমো আইডি হ্যাকিংয়ের মাধ্যমে টাকা আত্মসাৎ করে আসছে।
ডিবির অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) মো. সাইফুর রহমান আজাদ বলেন, চক্রটি ইমো হ্যাক করে অসুস্থতা বা জরুরি প্রয়োজন এসব কথা বলে বন্ধু-বান্ধব বা আত্মীয় স্বজনদের কাছে টাকা চেয়ে ম্যাসেজ পাঠায়। প্রতারকের এই ধরনের ম্যাসেজ বিশ্বাস করে টাকা পাঠিয়ে প্রতারিত হন অনেকে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh