ঢাকায় আসছেন ইইউর বিশেষ প্রতিনিধি

আগামীকাল সোমবার (২৪ জুলাই) ঢাকায় আসছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমোন গিলমোর। ছয় দিনের সফরে তিনি মানবাধিকারসহ সাম্প্রতিক ইস্যুতে বিভিন্ন মন্ত্রী, কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি ও শ্রমিকনেতাদের সঙ্গে বৈঠক করবেন। আজ রবিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা যায়।  

কূটনৈতিক সূত্রে জানা যায়, ঢাকায় অবস্থানকালে ইমোন গিলমোর আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এসময় তিনি সুশাসন পরিস্থিতি, নির্বাচন, নাগরিক অধিকারের চর্চা, সংখ্যালঘুদের অধিকার এবং রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করবেন। তবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন না।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ইমোন গিলমোর রোহিঙ্গা ইস্যুতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। 

গত মে মাসে বেলজিয়ামের ব্রাসেলস সফরকালে বাংলাদেশর পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম একাধিক বৈঠক করেন। সেসব গিলমোর উপস্থিত ছিলেন। তখন প্রতিমন্ত্রী শাহরিয়ার তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।

প্রসঙ্গত, ইমন গিলমোর ২০১১ সাল থেকে ২০১৪ সালের জুলাই পর্যন্ত আয়ারল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //