ব্রিকসের সদস্য হতে বাংলাদেশকে সহায়তার আশ্বাস চীনের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ব্রিকসের সদস্যপদ পেতে চীন এ ব্যাপারে সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

গতকাল বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে হোটেল হিলটন স্যান্ডটনে এই বৈঠক হয়।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, প্রধানমন্ত্রীর মেয়ে ও ক্লাইমেট ভালনারেবল ফোরামের থিয়োম্যাটিক অ্যাম্বাসেডর এবং অটিজম অ্যান্ড নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এক ভিডিও বার্তায় জানান, চীনের প্রেসিডেন্টের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্য ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে হয়েছে। বাংলাদেশ যাতে ব্রিকসের সদস্যপদ লাভ করতে পারে চীন সে বিষয়ে সহযোগিতা করবে বলে দেশেটির প্রেসিডেন্ট আমাদের আশ্বাস দিয়েছেন।

এছাড়াও দুই দেশের মধ্যকার বিশাল বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে বাংলাদেশ থেকে পণ্য নিতে আমাদের প্রধানমন্ত্রী চীনের প্রতি আহ্বান জানিয়েছেন। সেইসঙ্গে বাংলাদেশ থেকে আরও শিক্ষার্থী সহজে যাতে পড়াশোনার জন্য চীনে যেতে পারে সে বিষয়ে প্রধানমন্ত্রী সহায়তা চেয়েছেন বলে জানিয়েছেন মোমেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //