ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার মামলা আপিল বিভাগে উঠলে তাকে সাইবার নিরাপত্তা আইনের পরিবর্তন আদালতে তুলে ধরার পরামর্শ দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ মঙ্গলবার (২৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ পরামর্শ দেন।
আইনমন্ত্রী বলেন, ‘সর্বোচ্চ আদালত তার জামিন স্ট্যান্ড-ওভার করে রেখেছে। এবিষয়ে আমার কিছু বলার নেই। একজন আইনজীবী হিসেবে, আমি তাকে পরামর্শ দেব, সাইবার নিরাপত্তা আইনে যখন আমরা মানহানির সাজা কারাদণ্ড বাতিল করে দিয়েছি, সে কারণে মামলাটি যখন আপিল বিভাগে উঠবে, তখন তিনি যেন আদালতকে বলেন, সাইবার নিরাপত্তা আইনে এই পরিবর্তন আনা হয়েছে, আপনারা সেই বিবেচনায় ব্যবস্থা গ্রহণ করেন।’
অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচারের অভিযোগে ২০২০ সালের অক্টোবরে খাদিজার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা করে পুলিশ। এরপর তাকে মিরপুরের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। সেই সময় থেকে তিনি কারাগারেই আছেন।
খাদিজা দুই বার বিচারিক আদালতে জামিন চেয়ে আবেদন করলে তা নাকচ করা হয়। পরে তিনি হাইকোর্টে যান। এ বছরের ফেব্রুয়ারিতে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে তা স্থগিত করে চেম্বার আদালত। চেম্বার আদালতের স্থগিতাদেশ বাতিলের আবেদন জানিয়ে খাদিজা আপিল বিভাগে গেলে তা চার মাসের জন্য মুলতবি বা স্ট্যান্ডওভার করা হয়।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা তার জামিন অথবা মুক্তি দাবি করেছে। এবিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইনমন্ত্রী বলেন, ‘আপনারা যখনই কোনো মামলা নিয়ে আমাকে প্রশ্ন করেছেন, সেটি যদি চলছে এমন হয়, আমি সবসময় বলেছি, বিচারাধীন মামলা সম্পর্কে আমি মন্তব্য করবো না। দুঃখজনক হলেও সত্য, অনেকেই বিচারাধীন মামলা সম্পর্কে বক্তব্য দেন এবং তাদের স্বার্থে বিচার বিভাগকেও তারা কটাক্ষ করতেও ছাড়েন না।’
খাদিজার বিষয়ে আইনমন্ত্রীর মতামত নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না, আমার কাছ থেকে কোনো মতামত নেয়া হয়নি। যেহেতু এই মামলা এখনো বিচারাধীন, সেহেতু এ নিয়ে আমি কথা বলবো না। তবে খাদিজার চিকিৎসার ব্যবস্থাও আমি করেছি। আর আজ আমি পরিষ্কার করে দিয়েছি, সরকারের অবস্থান থাকবে, যখন স্ট্যান্ড-ওভার থেকে জামিনের আবেদন আবার শুনানির জন্য যাবে, সেই ব্যাপারে। আমার মনে হয় না, আজ কোনো বক্তব্য দেয়া উচিত হবে।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : জবি শিক্ষার্থী খাদিজা আইনমন্ত্রী আনিসুল হক
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh