মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এএসএম নাসিরুদ্দিন এলানকে কারাগারে পাঠানোর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ফ্রান্স ও জার্মানি।
বাংলাদেশে জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন জা জানোভস্কি সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ‘এক্সে’ দুই দেশের বিবৃতিটি পোস্ট করেছেন।
বিবৃতিতে বলা হয়, ফ্রান্স ও জার্মানি আইনের শাসনের পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল এবং তারা সারা বিশ্বের মতো বাংলাদেশেও মানবাধিকার রক্ষাকারীদের সমর্থন অব্যাহত রাখবে।
বিবৃতিতে আদিলুর রহমান খান ও এ এস এম নাসিরউদ্দিন ইলানের বিষয়ে বাংলাদেশের আদালতের রায়ে দুঃখ প্রকাশ করা হয়।
‘আমরা এই পরিস্থিতি নিয়ে কর্তৃপক্ষের কাছে আমাদের উদ্বেগ প্রকাশ করেছি এবং এই বিষয়ে তাদের সাথে আমাদের সংলাপ অব্যাহত রাখব।’
বিবৃতিতে উল্লেখ করা হয়, মানবাধিকার সংগঠন অধিকারের পক্ষে আদিলুর রহমান খান ২০১৭ সালে মানবাধিকার ও আইনের শাসনের জন্য ফ্রাঙ্কো-জার্মান পুরস্কার পেয়েছিলেন।
বিবৃতিতে বলা হয়, প্রতিটি জাতির সমৃদ্ধির জন্য একটি প্রাণবন্ত সুশীল সমাজ অপরিহার্য।
এর আগে গত বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় দুই জনকে দুই বছর করে কারাদণ্ড দেন ঢাকার একটি ট্রাইব্যুনাল।
২০১৩ সালের ৫-৬ মে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশে পুলিশের অভিযান নিয়ে ‘বিকৃত প্রতিবেদন ও ছবি’ ছড়ানোর অভিযোগে আদিলুর রহমান ও ইলানের বিরুদ্ধে মামলা করা হয়।
Joint Franco-German Statement:
???????? & ???????? are deeply attached to respect for the rule of law as well as to the democratic acquis in ????????. They will continue to support defenders of human rights in Bangladesh, like throughout the world. (1/4) pic.twitter.com/wPtgre19b3
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh