মহিলা পরিষদে ‘যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ আইন’ বিষয়ক মতবিনিময় সভা

বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলসহ সর্বত্র যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে ‘যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ আইনের খসড়া প্রস্তাবনার সর্বশেষ অবস্থা ও করণীয়’ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৪ অক্টোবর) সকাল ১১টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু। কেন্দ্রীয় কমিটির পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদা রেহানা বেগম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপ-সচিব মাকসুদা পারভীন ও ইউএনডিপি বাংলাদেশের জেন্ডার টিম লিডার শারমিন ইসলাম।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন বিষয়ক অভিযোগ কমিটির সভাপতি অধ্যাপক ড. জেবঊননেছা, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উপ-পরিচালক মৌলি আজাদ, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাসিমা আখতার জলি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //