বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম।
আজ মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ৮টায় রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে তিনি এ পুষ্পস্তবক অর্পন করেন।
স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) সাইফুল্লাহিল আজম, যুগ্মসচিব (প্রশাসন) আঞ্জুমান আরা, যুগ্মসচিব (বিশ্বস্বাস্থ্য) মামুনুর রশীদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় সেখানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মো. জাহাঙ্গীর আলম সোমবার (৯ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব হিসেবে যোগ দেন। এর আগে তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত ছিলেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh