Logo
×

Follow Us

বাংলাদেশ

রাষ্ট্রপতির সফল বাইপাস সার্জারি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ২০:৫২

রাষ্ট্রপতির সফল বাইপাস সার্জারি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফাইল ছবি

সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে।

আজ বুধবার (১৮ অক্টোবর) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞতিতে বলা হয়, সিঙ্গাপুরে আজ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তার জ্ঞান ফিরেছে। বর্তমানে তিনি ইনসেনটিভ কেয়ার ইউনিটে ডাক্তারের নিবিড় পরিচর্যায় রয়েছেন। রাষ্ট্রপতির শারীরিক অবস্থা ক্রমেই উন্নতি হচ্ছে।

বিজ্ঞতিতে আরও বলা হয়, স্থানীয় সময় সকালে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাইপাস সার্জারি করা হয়। রাষ্ট্রপতি তার আশু আরোগ্য কামনায় দেশবাসীসহ সবার দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, এর আগে সোমবার (১৭ অক্টোবর) সিঙ্গাপুরে যান রাষ্ট্রপতি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫