ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন।
আজ বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় গণভবনে যান তিনি।
এ সময় রোনালদিনহোকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, আপনার আগমন বাংলাদেশের ফুটবলকে অনুপ্রাণিত করবে।
আর ক্রীড়া ক্ষেত্রে অসামান্য উন্নয়নের জন্য এবং নারীর ক্ষমতায়ন ও নারীদের ফুটবলে এগিয়ে আসার জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেন রোনালদিনহো।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় রোনালদিনহোর সাথে কথা বলেন তার ছোট বোন শেখ রেহানা। এ সময় রোনালদিনহোর সঙ্গে ছিলেন ফুটবল ইভেন্টের এজেন্ট কলকাতার শতদ্রু দত্ত।
উল্লেখ্য, এর আগে কলকাতা সফর শেষ করে বুধবার বিকেল ঢাকায় পৌঁছান সাবেক এই ফুটবলার। বিমানবন্দর থেকে সরাসরি চলে যান হোটেল রেডিসনে।
কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে যান ২০০২ বিশ্বকাপ জয়ী তারকা। এরপর রেডিসনে সমর্থক ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে সাক্ষাৎ করে বৃহস্পতিবার ভোরে ঢাকা ছাড়বেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : গণভবন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোনালদিনহো সাক্ষাৎ
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh