পাওয়ার গ্রিড কোম্পানির লোকসান ৬২৬ কোটি ৪৮ লাখ টাকা

গত অর্থবছরে (২০২২-২৩) পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের ৬২৬ কোটি ৪৮ লাখ টাকা লোকসান হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ রক্ষণাবেক্ষণ কোম্পানিটি গত অর্থবছরে ১২১ কোটি ১৬ লাখ টাকা মুনাফা করেছে।

ফলে ২০২১-২২ কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ছিল এক টাকা ৭০ পয়সা। তবে ২০২২-২৩ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে আট টাকা ৭৯ পয়সা।

কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদের মূল্য এক বছর আগের ১৩৩ টাকা ২৪ পয়সা থেকে বেড়ে ১৫৯ টাকা ৪৭ পয়সায় দাঁড়িয়েছে এবং শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো ২০২১-২২ অর্থবছরের ১১ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ১৬ টাকা ১১ পয়সা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //