
ক্ষতিগ্রস্ত বিআরটিসির দোতলা বাস। ফাইল ছবি
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের পর থেকে গতকাল ২০ নভেম্বর পর্যন্ত ২৪ দিনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ১৮৫টি যানবাহন ও ১৫টি স্থাপনা পোড়ানোর ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি গাজীপুরে, উপজেলা হিসেবে বগুড়া সদরে আগুনের ঘটনা ঘটেছে। এসময় ঘটনায় ফায়ার সার্ভিসের ৩৪১টি ইউনিট ও ১৮৮৮ জনকে কাজ করতে হয়েছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ দিনে গড়ে প্রায় ৫টি করে বাসে আগুন দেওয়া হয়েছে। রাজধানীর ঢাকা দক্ষিণ সিটিতে আগুনের ঘটনা বেশি। উত্তরে বেশি মিরপুরে।
তালহা বিন জসিম বলেন, সারা দেশে ৩৪ জেলায় অগ্নিকাণ্ড ঘটেছে। এরমধ্যে বাকি ৩০টি জেলায় আগুন নেই। ৬০টি উপজেলায় আগুনের ঘটনা ঘটেছে। ৪৩৫টি উপজেলায় অগ্নিকাণ্ড ঘটেনি। জেলা হিসেবে গাজীপুরে ও উপজেলা হিসেবে বগুড়া সদরে আগুন দেওয়ার ঘটনা সবচেয়ে বেশি।
তিনি বলেন, গত ২৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত ২৪ দিনে দুর্বৃত্তদের দেওয়া সারা দেশে মোট ১৯৭টি (যানবাহন ও স্থাপনাসহ) আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এরমধ্যে ২৮ অক্টোবর ২৯টি, ২৯ অক্টোবর ১৯টি, ৩১ অক্টোবর ১২টি, ১ নভেম্বর ১৪টি, ২ নভেম্বর ৭টি, ৪ নভেম্বর ৬টি, ৫ নভেম্বর ১৩টি, ৬ নভেম্বর ১৩টি, ৭ নভেম্বর ২টি, ৮ নভেম্বর ৯টি, ৯ নভেম্বর ৭টি, ১০ নভেম্বর ২টি, ১১ নভেম্বর ৭টি, ১২ নভেম্বর ৭টি, ১৩ নভেম্বর ৮টি, ১৪ নভেম্বর ৪টি, ১৫ নভেম্বর ৬টি, ১৬ নভেম্বর ৭টি, ১৮ নভেম্বর ৬টি, ১৯ নভেম্বর ১৩টি, ২০ নভেম্বর ৬টি অগ্নিকাণ্ড ঘটে।