Logo
×

Follow Us

বাংলাদেশ

গণতন্ত্র বজায় রাখতে ভারতের সমর্থন অবিচল: পররাষ্ট্রমন্ত্রী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ১৯:১৫

গণতন্ত্র বজায় রাখতে ভারতের সমর্থন অবিচল: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ। ছবি- পিআইডি

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের সময় বিতর্ক সৃষ্টির প্রচেষ্টা সত্ত্বেও, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি ভারতের সমর্থন ছিল অবিচল। বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় ভারত পাশে ছিল ও আছে। 

আজ সোমবার (১৫ জানুয়ারি) ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, এ বছরের নির্বাচনেও ভারতের অবস্থান আপনারা সবাই জানেন। ভারতসহ অনেক বিদেশি পর্যবেক্ষক বলেছেন যে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর ছিল।

তিনি জানান, প্রথম দ্বিপাক্ষিক সফরে শিগগির তিনি ভারতে যাচ্ছেন। তবে সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।

এসময় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ ও ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলতে আরও এগিয়ে যাবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫