বিএনপির বক্তব্য ভুল, জনগণের ভোটেই ক্ষমতায় আ.লীগ: রাশিয়ার রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ১৫:৪৩

ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি।
ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি বলেছেন, বাংলাদেশের নির্বাচনসহ অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় না মস্কো। বিএনপির বক্তব্য ভুল, নির্বাচনে জনগণের ভোটেই ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ।
আজ বুধবার (৩১ জানুয়ারি) সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্যে টাকা ও রাশিয়ার মুদ্রা রুবলের বিনিময় নিয়ে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে।