Logo
×

Follow Us

বাংলাদেশ

চার ধাপে উপজেলার ভোট, তারিখ ঘোষণা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৭

চার ধাপে উপজেলার ভোট, তারিখ ঘোষণা

নির্বাচন কমিশন ভবন। ফাইল ছবি

এবারের উপজেলা পরিষদ নির্বাচন চার ধাপে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকালে দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণার পর সাংবাদিকের এই তথ্য জানান তিনি। 

ইসি সচিব বলেন, প্রথম ধাপের উপজেলা নির্বাচন হবে আগামী ৪ মে। এরপর ১১, ১৮ ও ২৫ মে পরবর্তী তিন ধাপের নির্বাচন হবে।

দেশে ৪৯৫টি উপজেলা পরিষদ রয়েছে। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়েছিল ২০১৯ সালের ১০ মার্চ। বিধি অনুযায়ী- উপজেলা পরিষদের মেয়াদ শুরু হয় প্রথম সভার দিন থেকে। পরবর্তী পাঁচ বছর নির্বাচিত পরিষদ দায়িত্ব পালন করে। মেয়াদপূর্তির আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫