Logo
×

Follow Us

বাংলাদেশ

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৬৮

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১৪

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৬৮

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ২৮২টি। প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন আর শনাক্ত হয়েছে ৬৮ জন।

আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৫ দশমিক ৩০ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এখন পর্যন্ত করোনায় মৃত্যু ২৯ হাজার ৪৮৪ জন এবং শনাক্ত ২০ লাখ ৪৭ হাজার ৬২০ জন।

অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ২৮২টি। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৮ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন একজন নারী। তার বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। তিনি রাজশাহীতে অবস্থান করছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫